ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি :
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি আটরা এস.কে ফিলিং ষ্টেশনের সামনে থেকে গাঁজাসহ সুজন সরদার(২০) এক যুবককে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ।
পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় খানজাহান আলী থানার এ এস আই ইলিয়াজ ও শফিকুল আটরা এস.কে ফিলিং ষ্টেশনের সামনে থেকে সুজন সরদারকে ২০ গ্রাম গাঁজা সহ করে। আটককৃত সুজন সরদার আটরা পুলিশ ফাঁড়ির পিছনের সিরাজ সরদারের পুত্র। এ ব্যাপারে মাদকদ্রব আইনে মামলা হয়েছে(মামলা নং ৫, তাং ১৪/৭/১৮)।