অনলাইন ডেস্ক:
আজ ২২ জুলাই, রোজ রবিবার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের চাকরিতে আবেদনের শেষ তারিখ আজই। সরকারি এ অধিদপ্তরটি ৮টি পদে মোট ৩১ জনকে নিয়োগ দিচ্ছে। চাকরির এ সুযোগটি মিস করতে না চাইলে আবেদন করুন আজই। প্রতিষ্ঠানটি ড্রাফটসম্যান পদে একজনকে নিয়োগ দিচ্ছে। প্রার্থীকে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটসহ স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী পদে সাতজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার পদে দুইজনকে নেয়া হবে। প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। সেইসঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালানোর কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে ছয়জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে ষষ্ঠ শ্রেণি পাস হলেই হবে। স্মার্ট এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অবশ্যই সাইকেল চালানো জানতে হবে। এছাড়াও নিরাপত্তা প্রহরী পদে ছয়জন, মালী হিসেবে তিনজন, অদক্ষ শ্রমিক হিসেবে দুইজন, পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চারজনকে নিয়োগ দেয়া হবে। সবগুলো পদেই নির্ধারিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা bncc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০১৮ চাকরির বিজ্ঞপ্তি দেখুন এখানে।