বিজ্ঞপ্তি : আজ পহেলা সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনায় দল প্রতিষ্ঠার ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বাংলাদেশের রাজনীতিতে চতুর্থ সংশোধনীর মাধমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে যে শূন্যতার সৃষ্টি করা হয় তা পুরনে ইতিহাসের দাবী, দেশবাসীর আকাংখায় বিএনপির অভ্যুদয় ঘটে। বিএনপির ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন গণঐক্য, ব্যাপক জনভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি অর্জন এবং সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া উপনিবেশবাদ, অধিপত্যবাদের বিভীষিকা থেকে মুক্তির লক্ষ্যে বিএনপি গঠিত হয়েছে।
দিবসটি পালনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি চার দিনের কর্মসূচি গ্রহণ করেছে। সকালে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফিরাত কামণায় দোয়া, সমাবেশ এবং শেষে নগরীতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সমূহে সভাপতিত্ব করবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি।
এছাড়া খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানায় পৃথক পৃথক কর্মসূচি পালিত হবে।