আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

0
347

স্পোর্টস ডেস্ক:
টেস্ট সিরিজে পরাজয়ের পর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন। যা অনেকদিন মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশিপ পাশাপাশি বল হাতে অধিনায়ক মাশরাফির তাণ্ডব। সবকিছুই যেন অপ্রত্যাশিত ছিল টেস্ট সিরিজে পরাজিত দলটির কাছে। কিন্তু সমন্বিতভাবে পুরো দল জাতিকে যা উপহার দিলো তা এক কথায় অসাধারণ। তাই ওয়ানডে সিরিজের জয়ের স্বপ্ন তারা দেখতেই পারে। আর দেখছেও তারা।

আজ বুধবার বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ১২টায় গায়ানার প্রোভিডেন্ট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠ বাংলাদেশের জন্য সবসময়ই সুখবর বয়ে আনে। কারণ এখানে খেলা দুটি ম্যাচেই যে জয়ের মুখ দেখেছে টাইগাররা। তাহলে কী গায়ানায় আজও ক্যারিবীয়নদের বিপক্ষে লাকি উইনার হবে টাইগাররা? অবশ্য তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল সকাল পর্যন্ত।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব যেমনটা আভাস দিলেন তাতে বলা যায়, আজই সিরিজ নিজেদের করে নিচ্ছে বাংলাদেশ।

সাকিব বলেন, জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। এই মাঠেই পুরো দলের ভালো করার চেষ্টা থাকবে। তৃতীয় ম্যাচ নিয়ে এখনই ভাবছেন না তিনি। নিজেদের সেরাটা দিয়ে আজই তারা শিরোপা নিশ্চিত করতে চান।

অপরদিকে সিরিজে টিকে থাকতে আজ নিজেদের সেরাটা দিতে হবে গেইল-রাসেলদের। কারণ ঘরের মাঠে সিরিজ হারতে চাইবে না তারা। তাই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তারা। তবে প্রথম ওয়ানডেতে ক্যাচ মিস আর ছন্দহীন বোলিং বেশ ভুগিয়েছিল ভিভ রিচার্ডসদের উত্তরসূরীদের। সব মিলিয়ে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ে বিকল্প নেই ক্যারিবীয়দের।

ক্যারিবীয়ানরা ইচ্ছা করলেই তো আর জয় ছিনিয়ে নিতে পারবে না। কারণ প্রতিপক্ষ দলে যে রয়েছে মাশরাফি বিন মুর্তজার মতো লড়াকু সৈনিক। টেস্ট সিরিজের দুঃস্বপ্ন ভুলে এখন দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ। তাছাড়া আজ হারলেও আরও একটি সুযোগ থাকছে বাংলাদেশের। তাই বলা যায়, ফুরফুরে মেজাজেই রাতে ক্যারিবীয়দের মোকাবেলা করবে মাশরাফির দল।