স্টাফ রিপোর্টার: আগামীকাল শনিবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে নগরীর শহীদ হাদিস পার্কে কেসিসির মেয়র প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান সফল করতে নানা কর্মযজ্ঞ গ্রহন করেছে সুজন মহানগর ও জেলা কমিটি। বৃহস্পতিবার বিকেলে ১০ শেরে বাংলা রোডস্থ সুজনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নানা কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। গৃহীত পরিকল্পনার মধ্যে রয়েছে, গতকাল সকাল থেকে নগরীতে মাইক যোগে প্রচার অভিযান। এ প্রচারে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দানে ভোটারদের আহবান জানানো হচ্ছে। একই সাথে ওই দিন হাদিস পার্কে নারী ও তরুন ভোটারদের উপস্থিত নিশ্চিত করা, খুবি,কুয়েট, বিএল কলেজসহ বিভিন্ন কলেজ থেকে শতাধীক স্বেচ্ছাসেবী আগতদের সেবায় নিয়োজিত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সভাপতিত্ব করবেন সুজন জেলা সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম। মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতি সম্পর্কে অবগত করবেন সুজন নগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা রমা রহমান। অনুষ্ঠানে ভেঅটাররা প্রার্থীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন। অনুষ্ঠানে প্রত্যেক প্রার্থী নির্বাচনী উন্নয়নে প্রত্যাশা ব্যক্ত করবেন। নিরপেক্ষ ভ’মিকা পালনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। ব্যক্তি আক্রমন, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার কোন সুযোগ থাকবে না। অনুষ্ঠানে খুলনার উন্নয়নের বিষয়গুলো অগ্রাধীকার পবে। সুজনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে। গতকাল অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ জাফর ইমাম।