খবর বিজ্ঞপ্তি : ৬ষ্ঠ আইফুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর সুপার এইট পর্বের (নক আউট) ৪টি ম্যাচ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় প্রথম ম্যাচে লড়বে আরটিবিসি ও দুর পার্টনার, সকাল ১১টায় দেওয়ান ব্রাদার্স ও জুনিয়র ক্লাসিক বয়েজ, দুপুর ১টায় ফাতেমা এন্টারপ্রাইজ ও কিংস ইলেভেন টেক্সটাইল এবং বিকাল ৩টায় মুখোমুখি হবে ক্লাসিক বয়েজ ক্লাব ও কিংস অব সোনাডাঙ্গা। এখান থেকে বিজয়ী দলগুলো আগামীকাল বুধবার সরাসরি সেমিফাইনালে অংশ নেবে। সোমবার সকাল ১১টায় আইফুল স্মৃতি সংঘের উদ্যোগে সুপার এইট পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার সম্পাদক জালাল মৃধাসহ ৮ দলের অধিনায়কবৃন্।