আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ কেহ ছাড় পাচ্ছেনা

0
436

ফুলবাড়ীগেট প্রতিনিধি:

নিরাপদ সড়ক এবং জনসচেতনতায় দেশব্যাপী ট্রাফিক সপ্তাহ -২০১৮ উপলক্ষে বুধবার ৪র্থ দিনের মতো মহানগরীর বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে অবৈধ মটরযানের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে হ্যান্ড মাইকের মাধ্যমে পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রচার করছে ট্রফিক সপ্তাহের বিভিন্ন দিক। অভিযানে আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্য, সাংবদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কেহই ছাড় পাচ্ছেনা। চলমান অভিযান দেখে সাধারণ মানুষের এ অভিযানকে স্বরণীয় এবং দেশের ইতিহাসে তাদের দেখে প্রথম বলে অনেকে মন্তব্য করেছে।
বুধবার সকাল ৯টা থেকে মহানগরীর বিভিন্ন স্থানে আইন শৃংখলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় চতুর্থ দিনের মতো গাড়ির ফিডনেছ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স বিহীন অবৈধ মটরযানের বিরুদ্ধে অভিযান যা চলে সন্ধ্যা পর্যন্ত। সকাল ৯টা বাজার আগেই ফুলবাড়ীগেট পুলিশ বক্রোর সামনে বিশেষ চেকপোষ্টে এডিসি খুলনা (উত্তর জোন) মোঃ জামিরুল ইসলাম ও খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলামকে দেখা যায় বিপুল সংখ্যক পুলিশ নিয়ে রাস্তার দুই পাশে চেকপোষ্ট বসিয়ে মটরসাইকেল. বাস, ট্রাক, মাহেন্দ্র, বেবি ট্রেকি্রাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তাদের বিভিন্ন কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করছে। এই চেকপোষ্টে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বিভিন্ন যানবাহনের কাগজপত্রে ত্রæটি থাকায় মোট ৩৮টি মামলা হয়। আইন শৃংখলা বাহিনীর এমন তৎপরাতা দেখে উপস্থিত একজন সরকারি চাকুরী জীবি মোঃ গোলাম কিবরিয়া মন্তব্য করে বলেন আমার ৪৫/৫০ বছর জীবনে এমন অভিযান কখন দেখিনি। পুলিশ বাহিনী সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা এ ভাবে যদি অন্য সময়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতো তাহলে দেশের নিরাপদ সড়কের জন্য প্রতিটি মানুষের যে দাবী তার কাংখিত লক্ষে পৌছাতে পারতো। চলমান অভিযানকে সর্বস্থরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।