অভয়নগরে ধর্ষণ চেষ্টার ঘটনায় বিচার চাওয়ায় বাদিকে হুমকি

0
385

অভয়নগর প্রতিনিধি:
অভয়নগর উপজেলায় বাগদা গ্রামে শনিবার রাত ১০টায় আকিজ জুট মিলের এক নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী মুদি দোকানী ফিরোজ শেখ(৪০)।
ওই নারী সাংবাদিকদের বলেন, ফিরোজ শেখে তাকে বেশ কিছু দিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই রাতে ধর্ষণ করার উদ্দেশে তার বাথরুমে লুকিয়ে ছিলো ফিরোজ। রাতে ঘুমাতে যাওয়ার আগে সে বাথ রুম সারতে যায়। এ সময়ে ফিরোজ তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। সে চিৎকার দিলে ফিরোজ তাকে ছেড়ে দেয়। ওই নারী তখন ফিরোজকে বাথ রুমে আটকানোর চেষ্টা করে। কিন্তু ফিরোজ বাথরুমের দরজায় লাথি মেরে খুলে দৌড়ে পালিয়ে যায়। কয়েকজন প্রতিবেশি জানান, তারা ফিরোজকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। এ ঘটনায় ওই রাতেই পাড়ায় একটি শালিস হয়। শালীসে ফিরোজ দোষ স্বাীকার করে ওই নারীর কাছে ক্ষমা চায়। এ ঘটনায় মামলা করার জন্য তার পক্ষে স্থানীয় মহিলা ইউপি সদস্য থানায় অভিযোগ করেন। থানায় অভিযোগ করায় ফিরোজের লোকজন ওই নারীকে একের পর এক হুমকি দিচ্ছে। সে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করেছে। তদন্তকারী পুলিশের এস আই মফিজুর রহমান জনান, আমি ঘটনা স্থলে গিয়ে ধর্ষণ প্রচেষ্টার তেমন আলামত পায়নি। তিনি বলেন, বাদি যদি ধর্ষন চেষ্টার মামলা করতে চায় আমরা মামলা নেবো।
এ ঘটনার পর থেকে ফিরোজ শেখ গা ঢাকা দিয়েছে। ফিরোজ শেখের স্ত্রী সেলিনা বেগম জানান, আমার স্বামী ওই নারীর কাছে দোকানের বকেয়া টাকার তাগিদা করতে গিয়েছিলো। সে টাকা দেবেনা বলে আমার স্বামীর বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। তিনি আরো বলেন, ঘটনার রাতে আমার স্বামী দোষ স্বীকার করে ওই নারীর কাছে ক্ষমা চায়েছে। তার পরেও ওই নারী মামলা করার জন্য থানায় গিয়েছে।
ওই ঘটনার পর ধর্ষণ প্রচেষ্টাকারী ফিরোজের বিচারের জন্য এলাকাবাসী ফুসে উঠেছে। তারা স্থানীয় ভাবে মিমাংসার জন্য ফিরোজকে হাজির করতে ব্যর্থ হয়েছেন বলে জানান।