অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে কেসিসি’র মোবাইল কোর্ট

0
379

সংবাদ বিজ্ঞপ্তি:

অবৈধ স্থাপনা উচ্ছেদকল্পে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রাস্তা ও ফুটপাথের ওপর স্থাপনা তৈরীর অপরাধে পুরাতন যশোর রোডের খাদ্য বিক্রেতা দ্বীপ মজুমদারকে ২ হাজার টাকা, নিরালা দিঘির পাড় এলাকায় বাড়ির সেফটি ট্যাংকির সংযোগ ড্রেনে দেয়ার অপরাধে আ.ন.ম. সাইদুর রেজা’কে ৫ হাজার টাকা, আবু তালেক’কে ৫ হাজার টাকা, মাহামুদুল হাসান’কে ৫ হাজার টাকা এবং আলতাফ হোসেনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় হয়।

কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হালিম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।