অবসরে গেলেন সবার প্রিয় কেবিএ কলেজের পীযূষ স্যার

0
343

মীর খায়রুল আলম:
দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খানবাহাদুর আহছানউল্লা কলেজের বাংলা বিভাগের প্রধান সবার প্রিয় পীযূষ কান্তি মল্লিক স্যার অবসরে গিয়েছন। বুধবার ছিল তার শেষ কার্যদিবস। তিনি ১৭/৯/১৯৮৫ সালে কলেজে যোগদান করেন। যোগদানের প্রথমদিনটি ছিল কলেজ প্রতিষ্ঠার উদ্বোধনীয় ক্লাস। শুরুর দিন থেকে তিনি কলেজের বাংলা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন শেষে বুধবার অবসরে যান। তার দীর্ঘ কর্মজীবনের প্রতিটি দিন ছিল কলেজ ও ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করা। তিনি ছিলেন কলেজ ও ছাত্র-ছাত্রীরা জন্য নিবেদিত প্রাণ।  তিনি ছিলেন একজন সদালোপি, হাস্যউজ্বল ব্যক্তিত্ব। তিনি কলেজসহ সর্বস্থরের মানুষের কাছে অতি প্রিয় হওয়ায় তার অবসরে যাতাতে অশ্রুশিক্ত চোখে বিদায় জানিয়েছে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। বিদায়ী কালে স্মৃতিস্বরূপ “উৎসর্গ”রেখে গিয়েছেন। শেষ কর্মদিবসে বিদায়ী পূর্বে তিনি বাকি জীবনটা মানবসেবাই উৎসর্গ করার জন্য সকলের দোয়া ও আর্শিবাদ চেয়েছেন।