৬ মাসেও মোংলার অবৈধ ক্লিনিকটি বন্ধের নির্দেশ কার্যকর হয়নি

0
621

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় মোংলা শহরের শেখ আ: হাই সড়কের একটি ক্লিনিক বন্ধ করে দেওয়ার নির্দেশ গত প্রায় ৬ মাসেও কার্যকর হয়নি। বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল গত ১৪ জুন ওই ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার জন্য ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালকসহ স্থানীয় প্রশাসনকে লিখিত চিঠিতে জানিয়েছেন।
বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডলের স্বাক্ষরিত চিঠিতে জানা যায়, মোংলা শহরের শেখ আঃ হাই সড়কের ট্রেডার্স বিল্ডিংয়ে ‘নিউ মোংলা ক্লিনিক (হাসপাতাল) এন্ড ডায়োগোনিষ্টিক সেন্টার’ নামের একটি ক্লিনিক চালু রয়েছে। ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্লিনিক চালুর প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র চেয়ে কারণ দর্শানো হয় জেলা সিভিল সার্জন দপ্তর থেকে। লাইসেন্স বিহীন ওই ক্লিনিকের কারণ দর্শানো সন্তোষজনক না হওয়ায় গত ১৪ জুন বাগেরহাট সিভিল সার্জন ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার জন্য এর ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেন। কিন্ত ওই নির্দেশ দেওয়ার পরও প্রায় ৬ মাস ধরে অবৈধ ক্লিনিকের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এ ব্যাপারে বাগেরহাটের সিভিল ডাঃ অরুন চন্দ্র মন্ডল বলেন, ক্লিনিক বন্ধের বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও চিঠি দিয়ে জ্ঞাত করেছি। তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, আমি খোজ খবর নিয়ে অবৈধ ক্লিনিক বন্ধের উদ্যোগ নিচ্ছি। #