৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মনোনয়ন জমা দিলেন কেজরিওয়াল

0
248

খুলনাটাইমস বিদেশ : টানা ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর এনডিটিভির। দিল্লি বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। এদিন সকালে নির্বাচন কমিশন দফতরে মনোনয়নপত্র জমা দিতে যান কেজরিওয়াল। কমিশনে গিয়ে কেজরিওয়াল দেখেন, আগে থেকেই সেখানে ভিড় করে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে তিনি পেয়েছেন ৪৫ নম্বর টোকেন। তার আগের ৪৪ প্রার্থীর মনোনয়ন জমায় ৬ ঘণ্টা লেগে যায়। পরে কেজরিওয়াল সিরিয়াল অনুয়াযী নির্ধারিত সময়েই মনোনয়ন জমা দেন। কেজিরিওয়ালের দল এএপির অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী যাতে মনোনয়ন জমা দিতে না পারেন, সেজন্য ক্ষমতাসীন দল বিজেপিই ৪০-৫০ জনকে লাইনে ঢুকিয়ে দিয়েছিল। তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। পরে এই নিয়ে টুইট করেন কেজরিওয়াল।