৫ মাস পর এসএমএস সেবা চালু কাশ্মীরে

0
265

খুলনাটাইমস বিদেশ : পাঁচ মাস পর নতুন বছরের শুরুতে এসএমএস সেবা চালু হয়েছে কাশ্মীরে। গত মঙ্গলবার মধ্যরাত থেকেই এসএমএস সেবা চালু করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন বছরে কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হবে। তবে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট বন্ধই থাকবে। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর থেকেই সেখানে ইন্টারনেট ও মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। যে কোনো ধরনের সহিংসতা এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। গত মঙ্গলবার কাশ্মীরে এসএমএস সেবার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন কেন্দ্রশাসিত অঞ্চল বিষয়ক সরকারি মুখপাত্র রোহিত কানসাল। ওই মুখপাত্র জানিয়েছেন, নতুন বছরের শুরুর দিন থেকে জম্মু ও কাশ্মীরের টোল আইন ১৯৯৫ অনুযায়ী, লখনপুর পোস্টে পণ্য সামগ্রি থেকে টোল ট্যাক্স প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে টোলের বিরুদ্ধে ধর্মঘট পালন করেছিল অল জম্মু ও কাশ্মীর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে গত সোমবার ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টির পাঁচ নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও আটক রয়েছেন, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি।