৩৯তম বিসিএসে ৪০ হাজার আবেদন

0
453

অনলাইন ডেস্ক:
৩৯তম (বিশেষ) বিসিএসের জন্য ৪০ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন। গত ১০ এপ্রিল থেকে অনলাইনে এই আবেদন কার্যক্রম শুরু হয়। সোমবার শেষ হলো আবেদনের সময়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নেসারউদ্দিন (ক্যাডার) বলেন, প্রায় ৪০ হাজার প্রার্থী ৩৯তম বিসিএসে আবেদন করেছেন। এতে টাকাসহ আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৩১৯ জনের। আর ২ হাজার ৬০৩ জন প্রার্থী টাকা জমা দেয়ার জন্য ৭২ ঘণ্টা অপেক্ষমাণ আছেন। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন। তিনি আরো বলেন, বিশেষ বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক ১৬ জন প্রার্থীর আবেদন অসম্পূর্ণ ছিল। তাদের পুনরায় আবেদনের সুযোগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯ তম বিশেষ বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে। এতে প্রশ্নের উত্তর দিতে হবে ২০০ নম্বরের। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।