৩১ জানুয়ারী খুলনায় রোটারির ডে-আউট প্রোগ্রাম

0
241

খবর বিজ্ঞপ্তি: আগামী ৩১ জানুয়ারী শুক্রবার গিলাতলা ক্যান্টনমেন্ট পিকনিক স্পটে দিনব্যাপী ‘রোটারি ডিস্ট্রিক্ট ডে-আউট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে। রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (আরআইডি-৩২৮১) সকল ক্লাবের রোটরিয়ানদের অংশগ্রহণে এটি একটি স্মরণীয় অনুষ্ঠান হবে বলে সকলে আশা করছেন। রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র গভর্নর রোটারিয়ান এম. খায়রুল আলম প্রধান অতিথি এবং আগামী পর পর দু’বছরের নির্বাচিত গভর্নর মোঃ রুবায়েত হোসেন এবং ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রেকফাস্ট, ডিনার, হাই-টী, স্পোর্টস, কালচারালসহ আনন্দঘন বিভিন্ন অনুষ্ঠানমালা সকলকে মুগ্ধ করবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অনুষ্ঠানকে সফল করার জন্য লেঃ গভর্নর এম বদরুল আলম মার্কিনকে ‘ইভেন্ট চেয়ার’ এবং এ্যাসিস্ট্যান্ট গভর্নর পলাশ সাহাকে ‘ইভেন্ট মেম্বার সেক্রেটারী’ করে মূল কমিটি ও বিভিন্ন পর্যায়ের রোটারির ডিস্ট্রিক্ট লীডার এবং ক্লাব প্রেসিডেন্টদের সমন্বয়ে ২২টি সাব-কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৭ জানুয়ারী সোমবার রাত ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে।
ডিস্ট্রিক্টের প্রোগ্রাম খুলনাতে হওয়ায় খুলনাঞ্চলের রোটারিয়ানদের সক্ষমতা প্রমাণের চ্যালেঞ্জসহ একটি আনন্দেরও বিষয় বলে এ অঞ্চলের সিনিয়র রোটারিয়ানরা মতামত ব্যক্ত করেছেন। সুতরাং সকল রোটারিয়ান বন্ধুদেরকে স্ব-স্ব অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেনÑপ্রোগ্রামের চেয়ারম্যান এবং মেম্বর সেক্রেটারী। সংশ্লিষ্ট সকলের পক্ষে অনুষ্ঠানটির মিডিয়া কমিটির চেয়ার এ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য জানিয়েছেন।