১ মিলিয়ন ইউরো দান করবেন রোনালদো

0
253

খুলনাটাইমস স্পোর্টস: করোনার দিনগুলিতে গুজব ছড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও। গুজবের ধরন ছিল এমন- আক্রান্তদের সহায়তায় পর্তুগালে নিজের বিলাসবহুল হোটেলগুলিকে অস্থায়ী হাসপাতাল বানাচ্ছেন জুভেন্টাস ফরোয়ার্ড! কয়দিন যেতে না যেতে জানা গেলো, পুরোটাই ভুয়া খবর। এবার অবশ্য সত্যিই পাশে দাঁড়াচ্ছেন পর্তুগিজ যুবরাজ। করোনায় আক্রান্তদের স্বাস্থ্যসেবায় ১ মিলিয়ন ইউরো দান করবেন রোনালদো ও তার এজেন্ট হোর্হে মেন্দেস। পুরো অর্থই কাজে লাগানো হবে লিসবনের সান্তা মারিয়া ও পোর্তোর সান্তো আন্তোনিওর হাসপাতালে। সেখানে আইসিইউ ইউনিটের সুবিধা বাড়াতেই এই অর্থদান করছেন জুভেন্টাস ফরোয়ার্ড। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য বেশি করে প্রয়োজন আইসিইউ। সেই ইউনিট স্থাপনে ভূমিকা রাখছেন রোনালদো। সান্তা মারিয়ার প্রেসিডেন্ট দানিয়েল ফেরো সাহায্যের খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের সঙ্গে মেন্ডেস যোগাযোগ করেছেন। তিনি ও রোনালদো মুমূর্ষু রোগীদের জন্য দুটি ইউনিট স্থাপনে সহায়তা করবেন।’ এই ইউনিটে অনেক যন্ত্রপাতি প্রয়োজন করোনা রোগীদের সেবায়। বিশেষায়িত ফ্যান, মনিটর, ইনফিউশন পাম্প ও শয্যা; সব কিছুই এর অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত ২ হাজার ৩০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন রোনালদোর দেশ পর্তুগালে। মারা গেছেন ৩৩জন। সরকার গত সপ্তাহেই লকডাউন করে দিয়েছে পুরো দেশ। এমনকি জনগণকে উদ্বুদ্ধ করতে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সওসা চলে গেছেন আইসোলেশনে!