হেলিকপ্টার শো দিয়ে শুরু হবে ইডেন টেস্ট

0
473

খুলনাটাইমস স্পোর্টস : সফরকারী বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কোলকাতার ইডেন গার্ডেনে। ২২ নভেম্বর শুরু হওয়া ম্যাচটি হবে দিবা-রাত্রির। ইতোপূর্বে বাংলাদেশ ও ভারত ছাড়া সব দলই দিবা-রাত্রির টেস্ট খেলেছে। তবে ইডেনের ম্যাচটি দিয়ে প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরু করবে ভারত-বালাদেশ। ঐতিহাসিক ম্যাচটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থি থাকার কথা রয়েছে। ইডেনে ঐতিহাসিক এ টেস্ট ম্যাচটি কিভাবে আরো বেশি আকর্ষণীয় করা যায় তা নিয়ে প্রতিদিনই বেঠক করছেন আয়োজকরা। বুধবার ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) এক বৈঠক শেষে জানানো হয় ম্যাচ শুরুর আগে দেখা যেতে পারে ‘হেলিকপ্টার শো’। অর্থাৎ হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে সূচনা হবে টেস্টের। এ ছাড়াও সিরিজের ট্রফি নামানো হতে পারে হেলিকপ্টার থেকে। সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস বলছিলেন, ‘‘হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে টেস্ট ম্যাচের সূচনা করার পরিকল্পনা রয়েছে। আশা করা যায়, এই পরিকল্পনা সফল ভাবেই কার্যকরী হবে।’’ ম্যাচ শুরু হবে দুপুর একটা থেকে। শেষ হয়ে যাবে রাত আটটার মধ্যে। সাধারণত নভেম্বরে শিশির ও কুয়াশাই সব চেয়ে বেশি সমস্যা তৈরি করে। তাই ম্যাচের সময়ও কিছুটা এগিয়ে আনা হয়েছে। সেই সঙ্গেই শিশিরের পরিমাণ কমাতে ‘ডিউ ¯েপ্র’-র সাহায্যও নেয়া হবে। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় বললেন, ‘ভাল হত যদি দু’টো ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়ে গোটা বিষয়টা দেখে নেয়া যেত। কিন্তু তার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে কি না জানি না।’
ইডেন উইকেটের চরিত্র যদিও একই থাকতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন ‘উইকেটের চরিত্র আশা করছি বদলাবে না। যে রকম স্পোর্টিং উইকেট ছিল, সেটাই থাকবে। গোলাপী বল কী রকম আচরণ করে সেটাই দেখার।’ টেস্ট ম্যাচের টিকিটও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে সিএবি’র। সচিব অভিষেক ডালমিয়া জাানন, ‘যেহেতু ম্যাচটি ঐতিহাসিক, তাই টিকিটও এমন সুন্দরভাবে তৈরি করতে চাই যা স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের কাছে।’ কী রকম হবে টিকিটের নকশা? অভিষেকের উত্তর, ‘টিকিটে ইডেনের একটি ছবি থাকবে। সেই সঙ্গেই গোলাপী আভা রাখা হবে। কিন্তু নকশা নিয়ে এখনও পাকাপাকি সিদ্ধান্ত নেয়া হয়নি।’