হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন

0
374

ঢাকা অফিস : সোমবার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাস হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জ এ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ড. সাদিরুল ইসলাম, সাইন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মো: রবিউল আলম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক আনোয়ারুল হক, রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন, ইউনানি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ খায়রুল আলম, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. আবুল খায়ের। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও স¦াধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব ও তাঁর অবদান এবং সকল শহীদদের ত্যাগের কথা তুলে ধরে। উক্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন যে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বাঙ্গালী জাতি যে আত্মত্যাগ করেছিল তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও তাঁরা মুক্তিযুদ্ধের সময়ের অনেক স্মৃতিচারণ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল মান্নান উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও সকল শহীদদের স্মরণ করেন। তিনি সংক্ষেপে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সময়কাল নিয়ে আলোচনা করেন এবং সংক্ষেপে বিশে^র বিভিন্ন দেশের স্বাধীনতার কথা বলেন। পরিশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন অবশ্যই তাদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশের জন্য গঠনমূলক কাজের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
উপ-উপচার্য অধ্যাপক ড. আবুল খায়ের সবাইকে মহান বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কথা সংক্ষেপে আলোচনা করেন। পরিশেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সততার সাথে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও বাংলাদেশ এবং হামদর্দ বিশ^বিদ্যালয়ের সমৃিদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।