হাজী মুহাম্মদ মুহসিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা ও দোয়া

0
574

খবর বিজ্ঞপ্তি : দানবীর হাজী মুহাম্মদ মুহ্সিনের ২০৬তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজের আয়োজনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরকারি হাজী মুহাম্মদ মুহ্সিসন কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপ ভূমি সংস্কার কমিশনার (যুগ্ম সচিব) এসএম রইজ উদ্দিন আহম্মদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোঃ নাজমুল আহসান, এসএম জাহিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন মৃধা, শেখ মোঃ মাসুম আহমেদ, মোঃ আনিসুজ্জামান, খন্দকার মুকুল আহম্মেদ,শেখ রাশেদুজ্জামান, তাহমিনা সুলতানা, মোঃ শফিকুল ইসলাম, উম্মে কুলসুম মাকসুদা, গৌতম চন্দ্র হাওলাদার, তপন কয়াল, নেহার উদ্দীন মুন্সি ও আবুল বাশার প্রমুখ।

সভায় বক্তারা দানবীর হাজী মুহাম্মদ মুহ্সিনের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। এছাড়া খুলনা সরকারি বালিকা বিদ্যালয়ের স্থলে খুলনা সরকারি মন্নুজান বালিকা বিদ্যালয় নামে নামকরণের দাবি জানানো হয়। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাজী মোঃ ফারুক।