হবিগঞ্জে দুর্ঘটনায় আহত আরো দুইজনের মৃত্যু, নিহতের সংখ্যা ১০

0
252

খুলনাটাইমস ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় আহত আরো দুইজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ জানায়, শুক্রবার সকালে দুর্ঘটনায় আহত পাঁচজন ওসমানীতে ভর্তি হয়। এর মধ্যে সুমনা (৩৪) নামের একজন মহিলা ও খাদিজা (৪) নামের একজন শিশু দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আটজন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া জানান, ১২জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল মাইক্রেবাসটি। পথিমধ্যে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আটজন। গাড়ির চালক নাদিম জানিয়েছেন, নারায়ণগঞ্জের পাগলার ফতুল্লা থেকে বিয়ের কনে দেখতে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথে নামাজের বিরতি নিয়ে আবার রওয়ানা হলে তাদেরকে বাঁপাশ দিয়ে অন্য একটি মাইক্রোবাস ওভারটেক করে। একই সময় বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাসকে সুযোগ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা লাগে।