সড়ক সংস্কারের দাবিতে খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরি ধর্মঘট কাল

0
414

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
সড়ক সংস্কারের দাবিতে খুলনাসহ দক্ষিণের ১৫ জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংকলরি মালিক সমিতি। আগামীকাল মঙ্গলবার তেল পরিবহন বন্ধ রেখে এ ধর্মঘট পালন করা হবে।  রবিবার মহানগরীর কাশিপুরস্থ কার্যালয়ে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক-লরি শ্রমিক মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বৈঠকে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল অভিযোগ করে বলেন, এ রাস্তা দিয়ে সহন ক্ষমতারও দ্বিগুণ এমন কি তিনগুণ লোড নিয়ে পরিবহন চলাচল করেছে। যার কারণে সড়কটির বেহাল দশা হয়েছে। রাস্তা মেরামত করা না হলে, বর্ষা মৌসুমে স্থায়ীভাবে ট্যাংলরিসহ সব যানবাহন চলাচল বন্ধ হবার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি জানান, রাস্তাটির বর্তমান ভয়াবহ অবস্থার কারণে বৈঠকে আগামী ৩ এপ্রিল রাস্তা সংস্কারের দাবিতে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সিনিয়র সহ সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, ট্যাংক-লরি মালিক সমিতি সহ সভাপতি এম মাহবুবআলম, খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সহ-সভাপতি মোড়ল আব্দুস সোবাহান, ট্যাংক-লরি খুলনা বিভাগীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, ট্যাংকলরি খুলনা বিভাগীয় মালিক সমিতির সহ-সভাপতি শেখ মিরাউল ইসলাম, পদ্মা-মেঘনা-যমুনা শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি সুলতান মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেতা মো. নুর আলম, মোঃ আল আমিন, মোঃ মাসুম, মোঃ সোহেল মীর প্রমুখ।