সড়ক দুর্ঘটনায় দাকোপ শিক্ষা কর্মকর্তার মৃত্যুতে চালকের শাস্তির দাবীতে মানববন্ধন

0
547

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :

সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাছুম বিল্লাহকে চাপা দেওয়া অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতারপূর্বক শাস্তি ও দুর্ঘটনাস্থলে গোলচত্বর নির্মাণের দাবীতে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়।

 

মানববন্ধনে অংশগ্রহনকারি সকলের হাতে থাকা প্লাকার্ডে ‘দুর্ঘটনামুক্ত সড়ক চাই, নিরাপদে চলতে চাই’ এই শ্লোগানে রোববার (০৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা সদরের ডাকবাংলো মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা পলাশ মণ্ডল, মৃন্ময় কুমার মণ্ডল, মো. মনিরুজ্জামান, আলী একরাম, শুভেন্দু কুমার রায়, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শিক্ষক শফিউল আযম সেলিম, মোল্যা আ. রউফ, স্বপন সরকার, শেখ ইউনুছ আলী টিটো, লোকেন্দ্রনাথ বর্মন, জামান খান, লতিকা বিশ্বাস, পরিতোষ রায়, অর্ধেন্দু শেখর রায়, পল্লব বিশ্বাস, হাবিবুর রহমান, নিরুপম মণ্ডল, মলয় রায়, সবিতা রায়, আঞ্জুমনোয়ারা বেগম, স্মৃতিকনা রায়, মইদুল ইসলাম, এনজিও কর্মী বাসন্তী রানীসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, দূর্ঘটনাস্থলে মরহুম মো. মাছুম বিল্লাহের নামে গতিরোধক গোলচত্বর নির্মাণসহ মহাসড়কে সকল ধরনের নিরাপত্তার নিশ্চিত করার দাবী জানান। সমাবেশ শেষে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. আবদুল ওয়াদুদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এতে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সর্বস্থরের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

 

অপরদিকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ স্মরণে বেলা ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সর্বস্থরের শিক্ষকেরা।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে ওই শিক্ষা কর্মকর্তা তাঁর অসুস্থ্য মাকে ডাক্তার দেখিয়ে বাসে তুলে দিয়ে নিজ কর্মস্থল দাকোপে রওনা হওয়ার মূহুর্তে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া চৌরাস্তা মোড়ে ঘাতক ট্রাকের চাপায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে প্রশাসন ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।