স্পট নবায়নের মাধ্যমে দৌলতপুর বাজারে সাড়ে ৪০ লাখ টাকা রাজস্ব আদায়

0
417

তথ্যবিবরণী: খুলনার জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সায়েদ মোঃ মনজুর আলম ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার শম্পা কুন্ডুর সার্বিক সহযোগিতায় সোমবার (১৬ জুলাই) খুলনার দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার কার্যালয়ে ‘চান্দিনা ভিটির লীজ’ স্পট নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৌলতপুর বাজারে ২৫ বছরের বকেয়াসহ বিভিন্ন হোল্ডিং থেকে প্রায় সাড়ে ৪০ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। অনুষ্ঠানে দিঘলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস ওয়াহিদ, সার্ভেয়ার, আবু ইউসুফ, নাজির আব্দুল আজিজ ও ইউনিয়ন ভূমি সহাকারি কর্মকর্তা কৃষ্ণপদ উপস্থিত থেকে কেস নথি যাচাই পূর্বক সেবা গ্রহিতাদের স্পটেই ডিসিআর প্রদান করেন।

এসময় দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার সহসভাপতি শেখ কামাল এবং সাধারণ সম্পাদক শেখ আসলামসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এবং তারা সার্বিক সহযোগিতা করেন। দৌলতপুর বাজারে সকল ব্যবসায়ী হয়রানিমুক্ত এবং সহজে স্পটে ডিসিআর পেয়ে খুশি হন। এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।