স্থলবন্দরগুলোতে দুর্গাপূজার ছুটি

0
434

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ এবং ভারতের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বন্দরগুলোতে ছুটি দেওয়া হয়েছে। ফলে বেশ কিছু দিন স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন কালের কণ্ঠ’র স্থানীয় প্রতিনিধিরা।

বেনাপোল : বেনাপোল স্থলবন্দর দিয়ে চার দিন ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে (১৬ অক্টোবর) থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চার দিন ছুটি থাকায় এ সময় পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ২০ অক্টোবর শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হবে।

ভোমরা : পূজায় গতকাল সোমবার থেকে টানা ছয় দিন বন্ধ ঘোষণা করা হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। আগামী ২১ অক্টোবর রবিবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে অবহিত করেছেন যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন তাঁরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন।

সোনামসজিদ : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতের মহদিপুর স্থলবন্দর পাঁচ দিন ছুটি ঘোষণার কারণে আজ ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পাঁচ দিন ছুটি শেষে ২১ অক্টোবর রবিবার থেকে আবারও সোনামসজিদ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে ভারতীয় মহদিপুর বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডল জানান।