সেনপাড়া সার্বজনীন পুজা মন্দির ভবন নির্মাণ আশ্বাস বেগম সুফিয়ান এমপির

0
552

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ খানজাহান আলী থানাধীন সেনপাড়া সার্বজনীন পুজা মন্দির উন্নয়নের লক্ষে মঙ্গলবার বিকাল ৫টায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেনপাড়া সার্বজনীন পুজা মন্দির কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।

বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, খানজাহান আলী থানা আ’লীগের প্রভাবশালী সদস্য মুন্সি মনিরুজ্জামান মুকুল, খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। পুজা মন্দির কমিটির সভাপতি নির্মল দত্তের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপমের পরিচালনায় বক্তৃতা করেন আ’লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির, কেসিস ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভজ সোহেল, থানা শ্রমিকলীগের সভাপতি মোল্যা ওমর ফারুখ, আলহাজ্জ আবু বক্কর সিদ্দিকী, মোঃ কামাল মুন্সি, মোস্তাফিজুর রহমান মানিক, জাহাঙ্গীর হাবিব টাইফুন, সুমন মুন্সি, সুমন, শাহিন, নিরঞ্জন সাহা, পুলক বাহাদুর, সরল মাষ্টার, গিতা রাণি, বিভা সরকার, হারান, বাপ্পি। মতবিনিময় সভায় পুজা মন্দির কমিটির দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেন, মন্দিরের নিজস্ব জায়গার জন্য সেনপাড়ার দাউদের মাঠে মেঘনা পেট্ট্রেলিয়ামের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মুন্দিরের নিজস্ব জায়গার প্রয়োজনীয় ব্যবস্থা, মন্দির ভবন নির্মাণ সহ সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ^াস প্রদান করেন।