সুন্দরবনের মুজুখালী থেকে ৪টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড

0
593

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
সুন্দরবনের মুজুখালী এলাকা থেকে ৪টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লে: আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পশ্চিম সুন্দরবনের শিবসা নদীর মুজুখালী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ৪টি হরিণের চামড়া উদ্ধার করে। তবে অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হরিণের চামড়া বন বিভাগের শিবসা ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড কর্মকর্তা মাহমুদ বলেন, হরিণের চামড়া পাচার করে বিক্রির জন্য সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যরা বনের মধ্যে অবস্থান করছিল। কিন্তু তাদের অপতৎরতা জানতে পেরেই সেখানে অভিযান চালিয়ে চামড়াগুলো উদ্ধার করা হয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণী এবং চোরাচালান রোধে উপকূল জুড়ে কোস্ট গার্ডের অভিযান সার্বক্ষনিক অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। #