সীমান্ত হত্যা, চোরাচালান এখন প্রায় শূন্যের কোঠায়’

0
369

বেনাপোল (যশোর) প্রতিনিধি : বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খালিদ আল মামুন রবিবার রাতে প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেন।
ব্রিগেডিয়ার জেনারেল মামুন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা সহায়ক ভূমিকা পালন করতে পারে। সীমান্ত আগের চেয়ে এখন অনেক বেশি সুরক্ষিত। সীমান্ত হত্যা, চোরাচালান ও মানবপাচার এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসছে। তিনি এ সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় ছিলেন- বিজিবির খুলনা সেক্টর কমান্ডার তৌহিদুজ্জামান, যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, আরআইবির অধিনায়ক লে, কর্নেল খবির উদ্দিনসহ বিজিবির একটি প্রতিনিধি দল।

বিজিবির প্রতিনিধি দলটি প্রেসক্লাব বেনাপোলে আসলে তাদের স্বাগত জানান প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন, সাধারণ সম্পাদক বকুল মাহবুব, সমকালের সাজেদুর রহমান, যুগান্তরের কামাল হোসেন, সেলিম রেজা, মিলন খান, এম আর রহমান রাসু, কাজী শাহজাহান সবুজ, মানবকন্ঠের ফারুক হাসান, ফারুক আহমেদ, শিশির কুমার, দেবুল কুমারসহ প্রেসক্লাব বেনাপোলের সদস্যরা।