সিলেটে মেয়র আরিফুলের বিজয় মিছিলে সংঘর্ষঃ নিহত ১ জন

0
452

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটে স্থগিত সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদলের বিজয় মিছিলের মধ্যে হামলা-সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

নিহত ফয়জুল হক রাজু সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক। ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে সিলেট কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেনের ভাষ্য।

তবে কী নিয়ে সংঘর্ষ হয় সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি। ছাত্রদল কর্মীরা বলছেন, অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।

ওসি মোশাররফ বলেন, সন্ধ্যায় আরিফুলকে মেয়র ঘোষণার পর ছাত্রদল নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে তার বাসার সামনে যায়। মিছিল নিয়ে জড়ো হওয়া ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজন সংঘর্ষে জড়ায়।

“সংঘর্ষে রাজুসহ তিনজন আহত হন। রাজুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।”

রাজুর মৃত্যুর পর রাত সাড়ে ১১টার দিকে মেয়র আরিফুল হাসপাতালে গিয়ে শোক প্রকাশ করেন।

সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, “সন্ত্রাসীরা হামলা করে রাজুকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।”