সিরিয়া পরিস্থিতি নিয়ে চাভুসওগ্লুর সঙ্গে কথা বললেন জারিফ

0
272

খুলনাটাইমস আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার উত্তরাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ ওই টেলিফোনালাপের এ তথ্য জানিয়েছে। ওই বিভাগ বলেছে, মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার অংশ হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করেন। সেখানে দুই পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি সেনা অভিযান নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।তবে জারিফ ও চাভুসওগ্লুর মধ্যে ঠিক কি কথা হয়েছে তা জানা যায়নি। গত ৯ অক্টোবর থেকে উত্তর সিরিয়ায় তুরস্ক যে সেনা অভিযান চালাচ্ছে ইরান তার ঘোর বিরোধিতা করেছে। তেহরান সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্যও আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার বিভিন্ন সূত্র শুক্রবার জানিয়েছে, উত্তর সিরিয়ার হাসাকা প্রদেশের রা’স আল-আইন শহরের আশপাশে গতকালও তুর্কি বাহিনী কামানের গোলা নিক্ষেপ ও বিমান হামলা চালিয়েছে। তুরস্কের সেনারা এমন সময় সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছেন যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বৃহস্পতিবার রাতে দাবি করেন, উত্তর সিরিয়ায় সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা ও তুরস্ক। পেন্সের ঘোষণা অনুযায়ী, তুর্কি সেনারা সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে কুর্দি গেরিলাদের সরে যাওয়ার সুযোগ দিতে পাঁচ দিন তাদের অভিযান বন্ধ রাখবে।-পার্সটুডে