সিরিয়ায় কুর্দিদের হামলায় তুরস্কের সৈন্য নিহত

0
303

খুলনাটাইমস ডেস্ক : সিরিয়ায় কুর্দি বাহিনীর হামলায় তুরস্কের একজন সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও রোববার হতাহত ঘটে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তাল আবিয়াদ সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের ছোট গোলার আঘাতে আমাদের একজন কমরেড শহীদ এবং অপর একজন আহত হয়েছে। এ সময়ে আত্মরক্ষার্থে সৈন্যরা পাল্টা গুলি চালায়।’সীমান্ত সংলগ্ন নিরাপদ এলাকা থেকে কুর্দি বাহিনীকে সরে যাওয়ার সুযোগ করে দিতে তুরস্ক পাঁচ দিনের জন্যে সিরিয়ায় হামলা বন্ধ রাখতে রাজি হয়। কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান হুঁশিয়ার করে বলেছেন, ওই এলাকা থেকে কুর্দি বাহিনী সরে না গেলে তিনি তাদের কচু কাটা করবেন।শনিবার উভয় পক্ষই একে-অপরের প্রতি অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে।কুর্দি পক্ষের সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের কমান্ডার মাজলুম আবদি বলেন, তুরস্ক সৈন্য প্রত্যাহারে তার বাহিনীকে বাধা দিচ্ছে এবং চুক্তি ভঙ্গের জন্যে কুর্দিদের দায়ী করার চেষ্টা চালাচ্ছে। সূত্র: বাসস