সাতক্ষীরা সীমান্তে পাসপোর্ট না থাকায় ২১ বাংলাদেশি আটক

0
673

সেলিম হায়দার, সাতক্ষীরা :
ভারত থেকে বিনা পাসপোর্টে দেশে প্রবেশের অভিযোগে ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু, ১০ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তাদের বাড়ি গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন গ্রামে।
বিজিবি’র তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, ওই ২১ জন বিভিন্ন সময়ে কাজের খোঁজে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। ভোরে সেখান থেকে একই ভাবে তলুইগাছা সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় আটক হন তারা।
আটক সবাইকে থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।