সাতক্ষীরার আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকারী

0
356

মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি:
আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রতিনিধিবৃন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করে। পরে আশাশুনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ হলরুম রিপোটার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশাক বলা হয় জাতির বিবেক, সমাজের দর্পণ। আপনাদের লেখনির মাধ্যমে জাতি জানতে পারে সত্য ঘটনা। সকালে ঘুম থেকে উঠেই মানুষের যেন প্রথম কাজই পত্রিকা পড়া। একজন মানুষ দিনের প্রথমেই জানতে চায় কোথায় কি হয়েছে। তিনি আশাশুনির সাংবাদিকদের কাছে আহবান রেখে বলেন, আপনারা অবহেলিত আশাশুনি উপজেলার সমস্যা গুলো তুলে ধরে আরও বেশী লেখালেখি করেন। যাতে করে আশাশুনি উপজেলা একটি ডিজিটাল উপজেলায় পরিণত হয়। আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। রিপাটার্স ক্লাব সহ সভাপতি আইয়ুব হোসেন রানা ও নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়তুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ও অন্যান্যর মধ্যে ছিলেন আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি এস আই বিশ্বজীৎ কুমার অধিকারী, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এস এম আমির হামজা, সাবেক সভাপতি সচিন্দানন্দ সদয়, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুম বাবুল, দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাব সহ সভাপতি ও সম্পাদক দক্ষিণ বাংলা অনলাইন নিউজ পোর্টাল প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম , বড়দল প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মনিসহ আশাশুনি রিপোটার্স ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।