সাতকানিয়ায় যুবলীগ নেতা আবু নাঈম হিরুর উপর হামলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0
713

ঢাকা অফিসঃ সাতকানিয়ায় যুবলীগ নেতা আবু নাঈম হিরুকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদে নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় গতকাল শনিবার। প্রথমে বিক্ষোভ মিছিলটি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট উলা মিয়া মার্কেট এলাকা থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে হক টাওয়ার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়ার সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

যুবলীগ নেতা এটিএম সাইফুল আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু ছালেহ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, উপজেলা যুবলীগ সভাপতি একেএম আসাদ, যুবলীগ নেতা মোহাম্মদ হারেজ, নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আ জ ম সেলিম, মো. জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, মুজিবসেনা নেতা মো. জাহেদ, মো. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আবু ছালেহ শান, নাছির উদ্দিন জয়, ছাত্রলীগ নেতা মো. আয়াজ, মো. কলিমুল্লাহ, আবদুল মন্নান, শফিউল আলম সোহেল, মো. তুহিন, মো. শুভ, আনোয়ার হোসেন, আকতার হোসেন নয়ন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-শিবির স্টাইলে মসজিদের মাইকে ডাকাত ডাকাত ঘোষণা দিয়ে যুবলীগ নেতা হিরুর উপর হামলা চালানো হয়। যুবলীগ নেতা অধ্যাপক নুরুল আবছার হত্যকারী ডাকাত জসিমের নেতৃত্বে হিরুর উপর হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। বর্তমানে হিরু রাজধানীর এ্যাপোলো হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অবিলম্বে ডাকাত জসিমসহ অন্যান্য হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে দাবী জানানো হয়।