সর্বশেষ দু’টি মামলায় জামিন প্রাপ্তি দীর্ঘায়িত করছে সরকার: বিএনপি

0
378

খবর বিজ্ঞপ্তি: বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সকল মামলায় একের পর এক জামিন পেলেও সর্বোচ্চ আদালতকে নজীরবিহীনভাবে ব্যবহার করে সর্বশেষ ২ টি মামলায় নানান অপকৌশল করে তাঁর জামিন প্রাপ্তি দীর্ঘায়িত করছে সরকার। দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অবস্থা থেকে বাঁচাতে হলে অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে বলে সমাবেশ থেকে জোর দাবী জানানো হয়।
রবিবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোত্তুজা, আমীর এজাজ খান, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আঃ রশিদ, এড. ফজলে হালিম লিটন, সিরাজুল হক নান্নু, সাইফুর রহমান মিন্টু, কামরুজ্জামান টুকু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খায়রুল ইসলাম জনি, রেহানা ঈসা, নাজমুল হুদা সাগর, একরামুল হক হেলাল, মোল্লা কবির হোসেন, শরিফুল ইসলাম বাবু প্রমুখ। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আঃ মান্নান।
সভায় উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, স ম আঃ রহমান, শেখ ইকবাল হোসেন, গাজী তফসীর আহমেদ, এড. আঃ আজিজ, এড. শফিকুল ইসলাম জোয়াদ্দার খোকন, এম রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, এড. এাসুম রশিদ, মোমরেজুল ইসলাম, আঃ রকিব মল্লিক, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, মেজবাউল আলম, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শাসসুল আলম পিন্টু, শাহিনুল ইসলাম পাখী, আজিজুল হাসান দুলু, ইকবাল হোসেন খোকন, আঃ রহিম বক্স দুদু, জালু মিয়া, মোঃ শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, মুশফিকুর রহমান লিটন, এনামুল কবির, সুলতান মাহমুদ, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুন্সি কামাল, কেএম হুমায়ুন কবির, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, ফারুক হিল্টন, আঃ রাজ্জাক, কামরান হাসান, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, হাফেজ আবুল বাসার, কাজী মিজানুর রহমান, ওয়াজউদ্দিন সান্টু, আনিসুর রহমান, নিয়মত আলী, মুজিবর রহমান ফয়েজ, নাজির উদ্দিন নান্নু, ইমাম হোসেন, জহর মীর, জামিরুল ইসলাম, হাসান মেহেদী রিজভী, কামাল শিকদার, এড. মোঃ আলী বাবু, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম, আফসার মাষ্টার, আহসান উল্লাহ বুলবুল, শরিফুল আনাম, হাবিব বিশ্বাস, জামাল উদ্দিন, আঃ লতিফ, ইসহাক সরদার, তরিকুল্লাহ খান, রফিকুল ইসলাম শুকুর, খান মুজিবর, শাহাবুদ্দীন মন্টু, ওমর ফারুক, বাবু মোড়ল, আকরাম হোসেন খোকন, মেজবাউদ্দীন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, ওহেদুর রহমান দীপু, নাসির খান, বাচ্চু মীর, তৌহিদ খোকন, মোল্লা ফরিদ আহমেদ, কাজী মাহমুদ আলী, কামরুল ইসলাম সিপার, মিজানুর রহমান লিটন, শাহনাজ ইসলাম, গোলাম কিবরিয়া আশা, আঃ সালাম, জসিম উদ্দীন লাবু, মোস্তফা কামাল, শামসুল বারী পান্না, ফরহাদ হোসেন, রাহাত আলী, এনামুল কবির ডায়মন্ড, নিরু কাজী, আঃ রহমান, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, তানভিরুল আজম রুম্মন, হেমায়েত হোসেন, মোল্লা কবির হোসেন, ইমতিয়াজ আলম বাবু, মেহেদী হাসান সোহাগ, মাসুদ রানা ডাব্লু, আনসার চৌধুরী, আঃ রহমান ডিনো, আলমগীর হোসেন, সাইমুন ইসলাম রাজ্জাক, ডাঃ আলমগীর হোসেন, শাহাদাৎ হোসেন, শেখ আবু সাইদ, দিদারুল ইসলাম, মনিরুল ইসলাম ভূট্টো, মাওলানা আঃ সালাম, আনজিরা খাতুন, রোকেয়া ফারুক, নাসিমা পলি, নাসিমা আলম, রোজিনা খাতুন, মনিরা ও সালেহা প্রমুখ।