সরকারের নির্দেশে উদ্দেশ্যমূলক তদন্ত প্রতিবেদন: খালেদা

0
322

টাইমস ডেস্ক:
সরকারের নির্দেশে দুদক উদ্দেশ্যমূলকভাবে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে এ দাবি করেন তিনি।

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বেলা সাড়ে ১১টায় আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। রাজধানীর বকশিবাজারে বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচার চলছে। আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শেষে খালেদা জিয়ার আইনজীবীরা স্থায়ী জামিনের আবেদন করেছেন। আদালতে জামিনের বিষয়ে শুনানি চলছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে অসমাপ্ত বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও তার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে আজ।

মামলা দুটিতে গত ১৯ অক্টোবর, দুই লাখ টাকা মুচলেকায়, শর্তসাপেক্ষে খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে আদালত। অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ ও ২০১০ সালে মামলা দুটি করে দুর্নীতি দমন কমিশন।