সরকারের উন্নয়নের কথা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতে হবে : মেয়র প্রার্থী আতিকুল

0
387

খুলনাটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলুন। নৌকার উন্নয়নের কথা তুলে ধরুণ। আর আমার জন্য ভোট চান।’ আতিকুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। আগামী ৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বলেন, এই মুহুর্ত্বে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হলো আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা মনে করি, অসম্ভব বলে দুনিয়াতে কিছু নেই। সবাই যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত হবেই হবো, ইনশাল্লাহ। আতিকুল ইসলাম বলেন, আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে যদি আমিসহ আমার কাউন্সিলররা বিজয়ী লাভ করে তাহলে আমি ও আমার কাউন্সিলররা প্রতি বছর আয়ের হিসাব দেব। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য, দুর্নীতিমুক্ত সিটি গড়ার জন্য আমি তা নিশ্চিত করব। নির্বাচনী এলাকায় উন্নয়নের ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরে তিনি বলেন, এই এলাকায় ১০ কিলোমিটার রাস্তা করেছি, যেখানে আলাদা সাইকেল লেন স্থাপন করা হয়েছে। এছাড়া গাড়ি পার্কিং, সাইকেল লেন ও বাগান। এলাকার মানুষ এই সড়কে বিনোদন পাবেন এবং হাঁটা চলা করতে পারবেন। আতিকুল ইসলাম বলেন, আমরা চাই যে সব ওয়ার্ডে সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে কাউন্সিলর ও স্থানীয়দের সঙ্গে নিয়ে আগামীতে সমাধান করা হবে। ঢাকার এ নির্বাচনী এলাকায় সাতটি খেলার মাঠ উন্মুক্ত করেছি উল্লেখ করে তিনি বলেন, ছোট ছোট কিছু জায়গা আছে, যেখানে বড় ধরনের কোনো খেলার মাঠ করা যাবে না, সেখানে আমাদের শিশু ও বাচ্চারা যাতে খেলতে পারে সেজন্য এসব খেলার মাঠকে শিশুপার্ক হিসেবে গড়ে তোলা হবে। যত বেশি খেলার মাঠ থাকবে তত বেশি আমাদের যুবকরা, তরুণরা খেলাধুলার সুযোগ পাবে। মাদক থেকে দূরে থাকবে। তরুণ ভোটার ও জনগনের উদ্দেশে বলেন, আসুন, আমরা সকলে মিলে মিশে মাদক প্রতিরোধ করি, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করি। দীর্ঘ নয় মাস আমি কঠিন অনুশীলন করেছি। এর মাঝে বেশকিছু উন্নয়নও হয়েছে। যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। মোহাম্মদপুরে ৭টি পার্ককে আধুনিকায়ন করেছি । নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মো: মতিউর রহমান মতি,আওয়ামী লীগ মনোনীত ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ফোরকান হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হামিদা আক্তার মিতাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন। পরে রাজধানীর আগারগাঁও থেকে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম ডিএনসিসির ৩০, ৩১ এবং ৩২ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন।