সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মোড়েলগঞ্জে অধ্যক্ষ হিসেবে প্রফেসর:নীতিশ বিশ্বাসের যোগদান

0
714

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ:
বাগেরহাটের মোড়েলগঞ্জে সোমবার বিকেল সাড়ে ৩টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর নীতিশ বিশ্বাস।
সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এমাদুল হক-এর সভাপতিত্বে যোগদান পরবর্তি সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা: আব্দুল খালেক তালকদার, সরকারি পি.সি কলেজের শিক্ষক পর্ষদের সম্পাদক, সহযোগী অধ্যাপক মোঃ শাহ আলম ফরাজী, বিসিএস সাধারন শিক্ষা সমিতি বাগেরহাট এর সম্পাদক, সহকারী অধ্যাপক মোঃ সাইফুর রহমান ফারুকী (শামীম), সহকারী অধ্যাপক তীর্থংকর বাছাড়, শেখ আব্দুল গফফার, ইমান হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক মোঃ মিজানুর রহমান, ছাত্র নেতা শামীম হাওলাদার ও সুমন পাইক প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিন্দ্র চন্দ্র হাওলাদার। সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষক পর্ষদের সম্পাদক, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ ও প্রভাষক বেদান্ত হালদার এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ নুরুল আমিন শেখ, সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র দাস, সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল হাওলাদার, গভর্নিং বডির সাবেক সদস্য এ্যাড. গোলাম কিবরিয়া তারিক, প্রতিষ্ঠাতা ডা: আব্দুল খালেক তালকদার ও অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। সভায় অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস কলেজের সবাইকে সার্বিক সহযোগিতার আহবান জানান। বিশেষ করে প্রতিষ্ঠাতা মহোদয় সহ যারা ইতিপূর্বে কলেজ উন্নয়নে ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।