‘সনাতন ধর্মীয় পূজা-পার্বণে মাদকসহ সকল প্রকার অপসংস্কৃতি রোধে সভা

0
295

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ‘সনাতন ধর্মীয় পূজা-পার্বণে মাদকসহ সকল প্রকার অপসংস্কৃতি রোধে করণীয় শীর্ষক আলোচনা’ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি শ্যামল হালদার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব সরদার রবিবুল ইসলাম, পিপিএম (সেবা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এম এম শাকিলুজ্জামান, খুলনা সদর থানা জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব এস এম কামরুজ্জামান, পিপিএম, খুলনা সদর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম বাহার বুলবুল ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন-খুলনা মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, শ্রীমদ্ভগবত গীতা সংঘের সভাপতি দেবাশীষ কর্মকার, যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, দৌলতপুর থানার সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, হরিণটানা থানার সভাপতি মনোজ কান্তি রায়, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, লবণচরা থানার সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠু, খানজাহান আলী থানা সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, আড়ংঘাটা থানা সভাপতি আশিষ কবিরাজ, তীর্থালোক সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনার সভাপতি সুজিত মজুমদার, পূজা পরিষদ, খুলনা মহানগর সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, অজয় দে, মিন্টু সাহা, সঞ্জয় কর্মকার, বাবু শীল, অলোক সাহা, সবিতা মজুমদার, মাণিক শীল, উজ্জ্বল রায়, ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর সদস্য সচিব প্রণব চক্রবর্তী, সন্ধ্যা বিশ্বাস, সন্তোষ মজুমদার, ভবেশ সাহা, রবীন দাস প্রমুখ।