সচেতনতামূলক বার্তা দিলেন জয়া আহসান

0
283

খুলনাটাইমস বিনোদন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারি ঘোষণা করেছে। প্রতিটি অঙ্গনে এর প্রভাব পড়েছে। স্থবির হয়ে পড়েছে গোটা পৃথিবী। বিশ্বের শোবিজ অঙ্গনের অনেক তারকা এ রোগে আক্রান্ত হয়েছেন। অন্য ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো ঘরবন্দি রয়েছেন দেশের অভিনয়শিল্পীরাও। ঘরে বসেই করোনা সংক্রমণ রোধে নানা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন। এবার দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান স্বাস্থ্যবিধি মানা ও ঘরে থাকার আহ্বান জানালেন। ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র পোস্ট করে জয়া আহসান লিখেনÑনিজের সঙ্গে পরিবারের সঙ্গে এত দীর্ঘ সময় কাটানোর সুযোগ কি সহজে আসবে? তাই উৎকণ্ঠা সরিয়ে রেখে পরিবারের সঙ্গে আনন্দ করুন, নিজের সঙ্গে থাকুন। যতটা সম্ভব ঘরে থাকুন, স্বাস্থবিধি মানুন। বিশ্বের ১৯৯টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে ২৪ হাজার ৭১ জন মারা গেছেন। অন্যদিকে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১১ জন।