সখিপুরের মোস্তর জোর কোথায়, সরকারি রাস্তার ইট তুলেও থামছেনা কিছুতেই? দেবহাটায় সরকারি রাস্তা দখলকারী পরিবারের বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ

0
278

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরের মোস্তর জোর কোথায়, সরকারি রাস্তার ইট তুলেও থামছেনা কিছুতেই? বসবাস করে সরকারি খাস জায়গায়। অবৈধ ভাবে পাকা কংক্রীটের ভবন নির্মান করে। কিন্তু নজর সব সময় সরকারি রাস্তার উপর। রাস্তার ইট তুলে পপ্রাচীর নির্মানের পাইতারা। বাধা দিতে গেলে প্রতিবেশীরা স্বিকার হচ্ছে হামলা-মামলা সহ নানান হয়রানি মূলক অপপ্রচারের। সরকারি ইট সোলিং রাস্তার কার্পেটিং তুলে প্রাচীর নির্মানকারী পরিবারের মিশন ব্যার্থ হয়ে নিজেদের বাঁচাতে বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুরু করেছে তারা। মামলাবাজ পরিবারটির বিরুদ্ধে কথা বলতে গেলেই মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয় বলেও অভিযোগ আছে। সরকারি রাস্তা দখলের বিষয়টি মিথ্যা সাজাতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরিবারের সদস্য আলেয়া খাতুন, তার ছেলে মোস্তাফিজুর রহমান সহ সাঙ্গপাঙ্গরা। এছাড়া রাস্তা দখলের ঘটনার দিন ইট সোলিং তুলে ফেলতে বাধা দেওয়া স্থানীয়দের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাদেরকে আইনের চোখে অপরাধী সাজাতে মরিয়া হয়ে উঠেছে তারা। সরকারি জমিতে ডিসিআর নিয়ে বসবাসকারী ঐ পরিবার বিভিন্ন সময় স্থানীয়দের উপর তেড়ে আসে। কিছু বলতেই তাদের উপর হামলা সহ হয়রানীমূলক বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করে। সাম্প্রতিক রাস্তা দখলের বিষয়টি ধামা চাপা দিতে বিভিন্ন অস্বাধু ব্যক্তিদের আশ্রয় নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে বলে জানাগেছে। উল্লেখ্য যে, গত শুক্রবার বিকালে সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের উত্তর পাশ্বের একটি সরকারি রাস্তায় দখল করে রাস্তার ইট তুলে জনসাধারণের চলাচল বন্ধ করে মুনছুর আলীর পুত্র মোস্তাফিজুর রহমান মোস্ত ও তার সন্ত্রাসী বাহিনী। পরে স্থানীয়রা ইউপি সদস্য আকবর আলী এসে রাস্তা খুলে দেওয়ার কথা জানালেও কোন তোয়াক্কা না করে আরো মরিয়া হয়ে ওঠে। পরদিন শনিবার মুনছুর আলীর স্ত্রী আলেয়া খাতুন, ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তকে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দেয়। এরপরও থেমে না থেকে ঐ পরিবারের সদস্যরা নতুন ফন্দি করতে শুরু করেছে। উক্ত পরিবারটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং জনসাধারণের চলাচলের রাস্তায় প্রভাব ফেলতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।