শ্রীমঙ্গলে আগাম দুর্গাপূজা

0
671

অনলঅইন ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁয়ের ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডিরথলীতে শুরু হয়েছে আগাম দুর্গা পূজা। ১০ অক্টোবর সকাল থেকেই শুরু হয়েছে ৫০০ বছরেও পুরনো এই পূজা। এ পূজায় রয়েছে বিশেষ কিছু নিয়ম। বৈদিক নিয়ম অনুযায়ী দেবী দূর্গার নয়টি রুপের পৃথক পৃথক প্রতিমা তৈরি করা হয় এই পূজায়। পূজার আয়োজক ও পুরহিত বলেন, মানুষের মধ্যে সৃষ্ট অসুরকে দূর করার পাশাপাশি এ বারের পূজার মূল উদ্দেশ্য বিশ্ব জলবায়ূ পরিবর্তনের কুফল থেকে পৃথিবীকে রক্ষায় দেবী দুর্গার কাছে বিশেষ প্রার্থনা করা। এদিকে এ পূজা দেখতে বড়দের সাথে এসেছে অনেক ছোটরাও। তারা নিজের লেখাপড়ায় মনোযোগী হওয়া ও পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করছে দেবীর কাছে।