শ্রমিক দিবসের মূলা ঝুলিয়ে আন্দোলন দমানো হয় – মোমিন মেহেদী

0
872

প্রেস বিজ্ঞপ্তি:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার পর থেকে প্রতি বছর শ্রমিক দিবসের মূলা ঝুলিয়ে আন্দোলন দমানো হয়। একশ্রেণির শ্রমিক নেতা সেই মূলা দেখে দালালে পরিণত হয়; আর শ্রমিকরা হয় বলির পাঠা। যে কারণে সারা বছর শ্রমিকরা নিষ্পেষিত হলেও একদিন নামে মাত্র অধিকার রক্ষার কথা বলে সরকারী, বেসরকারী, দেশি-বিদেশী এনজিওবাজরা বিরানী-পোলাওর মাধ্যমে বশে রাখার চেষ্টা করেন। কিন্তু আর তা সম্ভব হবে না। নতুনধারা বাংলাদেশ-এনডিবি আর জাতীয় শ্রমিকধারা এবার সারাদেশে শ্রমিকদের সাথে প্রহসনের খেলা বন্ধ করবে। আর তারই সূত্রতায় যুব-জনতা-শ্রমিকের ঐক্যবদ্ধ আন্দোলনে নিবেদিত দেশ-সমাজ গড়ার জন্য নিবন্ধিত ৪১ আর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যাচাই-বাছাইতে থাকা ৫৭ টি রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি প্রতিরোধে নতুনধারার রাজনীতি-ই একমাত্র ধারা। ১ মে সকাল ১০ টায় মেহেরবা প্লাজা¯’ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী শ্রমিক উৎসব-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ-এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় শ্রমিকধারার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজহান নীরা, মহাসচিব চঞ্চল মেহমুদ কাশেম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, টিএম আলী ফরহাদ শিমুল, সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ রেজাউল করিম, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ জীবন, মোহাম্মদ দানেশ, হরি দাস সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী লাল ফিতা কেটে শ্রমিকদের বই, পোস্টার, লিফলেট, বিশ্বজয়ী শ্রমিক নেতাদের স্মৃতিদ্রব্য সহ শতাধিক আইটেম নিয়ে আয়োজিত শ্রমিক প্রদর্শনী ও উৎসবের উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই উৎসব চলবে বলেও জানান তিনি।