শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী

0
2636

অনলাইন ডেস্ক : চগ-ইউশেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী । এক বিস্ময়কর সাফল্য দেখিয়ে অনন্য ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছেন তিনি। বিচক্ষণতা ও নেতৃত্বের দৃঢ়তা দিয়ে এক নতুন বাংলাদেশ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন জাতির জনকের কন্যা। তার হাত ধরে বাংলাদেশের সফলতা এসেছে কূটনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের মতো সব ক্ষেত্রেই। এমন সব সফলতার মধ্যে সম্প্রতি এই সুখবর পেলো বাঙ্গালী জাতি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষণা সংস্থা ‘দ্য স্ট্যাটিসটিক্স’ তাদের গবেষণার মাধ্যমে এ মনোনয়ন দেয়।

এটাকে সরকারের অর্জন হিসেবে মন্তব্য করে সরকারের অর্জন জনগণকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। ‘দ্য স্ট্যাটিসটিক্স’র এ মনোনয়ন পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রীসভা।

তবে বাংলাদেশের এই অর্জন অনেক আগেই সম্ভব হতো বলে মনে করেন প্রধানমন্ত্রী। মন্ত্রীসভার বৈঠকের শুরুতেই তিনি বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট না এলে বাংলাদেশ আরো আগেই লক্ষ্য অর্জন করতে পারত।’

জাতিসংঘের উন্নয়নের সব সূচকে বাংলাদেশ তার লক্ষ্য পূরণ করে এগিয়ে আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, উন্নয়নশীল দেশ হতে জাতিসংঘ নির্ধারিত সূচকগুলো বাংলাদেশ শুধু পূরণই করেনি, অনেক ক্ষেত্রে এগিয়েও আছে।