‘শেখ হাসিনা ইন ওয়ার্ল্ড মিডিয়া’

0
456

টাইমস রিপোর্ট:
বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বঙ্গবন্ধুকন্যা♥️প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত সাক্ষাৎকার এবং প্রকাশিত নিবন্ধের সঙ্কলন ‘শেখ হাসিনা ইন ওয়ার্ল্ড মিডিয়া’ বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব মোঃ নজরুল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব মোঃ নজরুল ইসলাম ও গ্রন্থটির প্রকাশক হাবিবুর রহমান রুবেল প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন।

বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, ওয়াশিংটন পোস্টসহ বিশ্বের প্রভাবশালী ১৮টি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ২৫টি সাক্ষাৎকার ও নিবন্ধের সঙ্কলন এই গ্রন্থ। বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

জিনিয়াস পাবলিকেশন হতে প্রকাশিত গ্রন্থটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা (১০ মাঃ ডলার)। এ সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোঃ তাফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।