শেখ হাসিনার নৌকার বাইরে ভোট দেওয়ার কোন সুযোগ নেই : বাবু

0
3007

কয়রা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেওয়া নৌকার বাইরে ভোট দেওয়ার কোন সুযোগ নেই বলে দাবি করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু। তিনি শুক্রবার সকাল ১১টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তৃতায় নেতাকর্মীদের একথা বলেন।

উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. ফরিদ আহম্মেদ। সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কেরামত আলী, জেলা সদস্য রফিকুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাডঃ ফরিদ আহম্মেদ দলীয় নেতাকর্মীদের বলেন, দলীয় প্রতীক নৌকার বিপক্ষে কোন নেতাকর্মী ভোট দিলে শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে ধরা হবে। তিনি বলেন, দেশের উপজেলার ন্যায় কয়রা পাইকগাছাও দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীকে লিখিতভাবে মনোনয়ন দিয়েছেন। তাই দলীয় নেতাকর্মীরা নৌকা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকের ভোট না দেওয়ার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জোর অনুরোধ করছি। সভায় তৃণমূল নেতাকর্মীরা ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিদ্রোহী প্রার্থীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।