শুনানিতে ট্রাম্পের বিপক্ষে সাক্ষ্য দিলেন ২ মার্কিন কূটনীতিক

0
281

খুলনাটাইমস বিদেশ :২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানির প্রথম দিনে এ সাক্ষ্য দেন শীর্ষ দুই মার্কিন কূটনীতিক। এরমধ্যে একজন ইউক্রেনে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বিল টেইলর ও অন্যজন মার্কিন উপ সহকারী-পররাষ্ট্রমন্ত্রী জর্জ কেন্ট। তবে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে বিদ্বেষপূর্ণ ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।কয়েক সপ্তাহের প্রক্রিয়ার পর স্থানীয় সময় বুধবার সকালে কংগ্রেসে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানি। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গণমাধ্যম সরাসরি তা সম্প্রচার করে। ঐতিহাসিক এই শুনানিতে অংশ নেন সাংবাদিক, আইনপ্রণেতাসহ সাধারণ মানুষ।গত বুধবার প্রথম দিনের শুনানিতে তদন্ত কমিটির সামনে প্রায় ৫ ঘণ্টা সাক্ষ্য দেন ইউক্রেনে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বিল টেইলর ও মার্কিন উপ সহকারী-পররাষ্ট্রমন্ত্রী জর্জ কেন্ট। কংগ্রেসে তারা জানান, বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনকে চাপ দিয়েছিলেন ট্রাম্প। তবে, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি নিজের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন শুনানিও তিনি দেখছেন না বলে উল্লেখ করেন।২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় মনোনয়নপ্রার্থী জো বাইডেন। সম্ভাব্য এ প্রার্থীর চরিত্রে কালিমা লেপন করতে বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেন ট্রাম্প বলে অভিযোগ রয়েছে। এ খবর ফাঁস হওয়ার পরই ট্রাম্পের অভিশংসনের দাবি তোলে বিরোধীরা। দীর্ঘদিন তদন্তের পর শুরু হওয়া এ শুনানি একমাস ধরে চলবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।