শিশু রাইফার মৃত্যুর ঘটনায় ৩ চিকিৎসক ও হাসপাতাল মালিকের বিরুদ্ধে মামলা

0
412

নিজেস্ব প্রতিবেদকঃ
ভুল চিকিৎসায় আড়াই বছরের শিশু রাইফার মৃত্যুতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং অভিযুক্ত তিন চিকিৎসকের বিরুদ্ধে সুনিদিষ্ট অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেছেন রাইফার বাবা রুবেল খান।

ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা, গাফেলতি, অদক্ষতা এবং আলামত নষ্ট করার অভিযোগ এনে বুধবার বিকেলে এই মামলা দায়ের করা হয়।

মামলায় আসামী করা হয়েছে রাইফার মৃত্যুর পর সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত তিন চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত, ও ডা.শুভদেব এবং এছাড়া ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খানসহ ব্যবস্থাপনা পর্ষদকে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আড়াই বছর বয়সী রাইফা খানের মৃত্যুর ঘটনায় থানায় এজাহার জমা দিয়েছেন তার বাবা সাংবাদিক রুবেল খান।
আমরা এজাহারটি গ্রহণ করেছি। যাচাই-বাচাইয়ের পর এটিকে মামলা হিসেবে গণ্য করা হবে।

উল্লখ্য, গত ২৯ জুন দিবাগত রাত একটায় গলা ব্যথার চিকিৎসা নিতে এসে ম্যাক্স হাসপাতালে রাইফা নামের এক শিশু মারা যায়। তার বাবার অভিযোগ চিকিৎসকদের অবহেলায় সন্তান মারা গেছে।