‘শিল্পী সমিতিকে ফ্রিজ উপহার দিল ওয়ালটন’

0
267

খুলনাটাইমস বিনোদন: কিছুদিন আগে ওয়ালটন ফ্রিজের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখলেন দেশের চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা অভিনয় শিল্পী। বাংলাদেশে তৈরি বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি দেখে তারা বিস্মিত। সবার মুখে একই প্রতিক্রিয়া ‘ওয়াও! এত বড় কারখানা আমাদের দেশে! এখানে না এলে বুঝতাম না ওয়ালটন বাংলাদেশকে কিভাবে প্রতিনিধিত্ব করছে। বিশাল অত্যাধুনিক কারখানা আর হাজার হাজার মানুষের কর্মসংস্থান- সত্যিই ওয়ালটন বাংলাদেশের গর্ব।’ ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদের আমন্ত্রণে শিল্প-সংস্কৃতি অঙ্গনের তারকারা সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক আমিন খান। ওয়ালটন ম্যানুফ্যাকচারিং প্যান্ট পরিদর্শন করা তারকাদের মধ্যে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক নিরব ও জয় চৌধুরী, অভিনেত্রী সোহানা সাবা, জিনাত সানু স্বাগতা, অ্যানি খান, তানহা তাসনিয়া, তমা মির্জা, সারিকা সাবা, মডেল ও অভিনেত্রী আজমেরি আশা, প্রানী উদ্ধারকর্মী আফজাল খান এবং আরজে নিরব খান। শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান বলেন, আমাদের দেশে এতবড় ইলেকট্রনিক ফ্যাক্টরি আছে তা জানতাম না। একটি কারখানা এতো পরিপাটি করে রাখা যায় ভাবতেই পারছি না। ওয়ালটন দেশকে যা দিচ্ছে তা সত্যিই গর্ব করার মতো। সেদিন আর বেশি দূরে নাই যেদিন আমরা বহিঃর্বিশ্বে ‘ওয়ালটনের দেশ’ হিসেবে পরিচিতি পাবো। কারণ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পণ্য রপ্তানি করছে ওয়ালটন। আমরা সবসময় ওয়ালটনের সঙ্গে আছি। জায়েদ খান আরও বলেন, ‘কিছু দিন আগে ওয়ালট শো-রুম পরিদর্শন করতে যাই আমাদের পেয়ে প্রতিষ্ঠানের সবাই খুশি হয়ে আমাদের কিছু দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তখন আমরা সমিতির জন্য একটি ফ্রিজ চাই। বিজয় দিবস উপলক্ষ্য বিএফডিসিতে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা শনিবার রাতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা উপলক্ষ্য ওয়ালটনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক আমিন খান আমাদের মূল্যবান উপহারটি তুলে দেন। ওয়ালটন সবসময় শিল্পী সমিতির পাশে রয়েছে। তাদের সহযোগিতায় ‘বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯’ সফল ভাবে আয়োজন করেছি। এজন্য ওয়ালটনকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞতা ওয়ালটনের কাছে। বিশেষ করে আমিন ভাইয়ের কাছে।’