শিক্ষিত জাতি গড়তে শিক্ষিত মায়ের প্রয়োজন- বিভাগীয় কমিশনার লোকমান হোসেন

0
470

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় মা সমাবেশে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেছেন শিক্ষিত জাতি গড়তে শিক্ষিত মায়ের প্রয়োজন। শিক্ষিত মা ছাড়া কখনোই শিক্ষিত জাতি গড়া যায় না। তাই সমাজে মায়েদের মূল্যায়ন করতে হবে। নারী নির্যাতন সহ নারীদের সকল অধিকার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তমঞ্চে মা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল হোসেনের সভাতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসরা শওকাত ওসমান, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তা রানী মন্ডল, তথ্য অফিসার সামসুন্নাহার, সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, এনামুল হকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও ৫ শতার্ধিক মায়েরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।