শরণখোলায় সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
587

শরণখোলা আঞ্চলিক অফিসঃ
সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা ও মাছের প্রজনেনর সুবিধার্থে সমুদ্রে ৬৫দিন মৎস্য আহরণ বন্ধের উপর এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের শরণখোলা উপজেলা সাউথখালী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আজ সকাল ১০টা থেকে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অমল কান্তি রায়। বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনীর মোংলার গানারী অফিসার (বানৌজা দুর্গম) লেফটেন্যান্ট ইনজামুল হক, শরণখোলা কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. নজরুল ইসলাম, পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. শামসুল হক, কচুয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী ও ইউপি সদস্য সাইফুল ইসলাম।
জেলা মৎস্য অধিদপ্তরের উপসহকারী পরিচালক মো. ইউসুফ আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোরেলগঞ্জের সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রবন কুমার বিশ্বাস। সভায় সমুদ্রে মৎস্য আহরণকারী শতাধিক জেলেসহ জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।